দুঃসহ স্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন ২৭ বাংলাদেশি


০৬ এপ্রিল ২০১৬, ১৪:৪৭ | আপডেট: ০৬ এপ্রিল ২০১৬, ১৭:৪৯
নিজস্ব প্রতিবেদক

  যুক্তরাষ্ট্রে দুঃসহ অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানান ফেরত আসা কয়েকজন বাংলাদেশি। ছবি : এনটিভি
অনুপ্রবেশের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল মঙ্গলবার রাতে ওই বাংলাদেশিদের বহনকারী একটি বিশেষ বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁরা দুঃসহ কষ্টের কথা তুলে ধরেন।
খোঁজ নিয়ে জানা যায়, জীবিকার খোঁজে অনেক চড়াই-উতরাই পেরিয়েও শেষ পর্যন্ত স্বপ্নের দেশ আমেরিকা থেকে ফিরে এলেন  ২৭ বাংলাদেশি। তাঁদের অনেকেই আবার সে দেশে এক থেকে দুই-তিন বছর পর্যন্ত সাজা খেটেছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা অভিবাসনপ্রত্যাশীদের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে তাঁদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়।
ফেরত আসা এক বাংলাদেশি বিমানবন্দরে এনটিভিকে বলেন, ‘ওখানে দেখা গেছে যে ২৪ ঘণ্টার মধ্যে ১৬-১৭ ঘণ্টা লকডাউন (আটকে রাখা)। খাবারের অবস্থা খুব খারাপ। প্লাস এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল যখন ওরা ট্রান্সফার করে, তখন ওদের চেইন (শিকল) দিয়ে দুই হাত বাঁধে। কোমরের সঙ্গে, দুই পায়ের সঙ্গে চেইন মারে। মোটকথা, আমরা এসব জিনিস লাইফে কখনো দেখি নাই।’
ফেরত আসা বাংলাদেশিদের অনেকেই বিভিন্ন দেশ ঘুরে কলম্বিয়া- মেক্সিকো হয়ে অবৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তবে যুক্তরাষ্ট্রে ঢোকার পর তাঁদের আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এভাবে বাংলাদেশি ১৫৯ জনকে জেলে পাঠায় যুক্তরাষ্ট্র সরকার। বিভিন্ন মেয়াদে সাজা শেষে ২৭ জনকে ফেরত পাঠানো হয় মঙ্গলবার রাতে।


EmoticonEmoticon